HWA
হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এইচডব্লিউএ
হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এইচডব্লিউএ
logo_hwabd
হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এইচডব্লিউএ
জনকল্যাণে নিয়েজিত
সুজলপুর,জামতলা মোড়, সদর, যশোর।
সামাজিক কার্যক্রম

সামাজিক কার্যক্রম

সাধারণ সম্পাদক

সাধারণ সম্পাদক

শপথ অনুষ্ঠান

শপথ অনুষ্ঠান

লক্ষ্য ও উদ্দেশ্য

  • সামষ্ঠিক প্রচেষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন ও মানবতার বৃহৎ কল্যাণ সাধনে সচেষ্ট হওয়া
  •  সামষ্ঠিক প্রচেষ্ঠার মাধ্যমে দারিদ্র্য বিমোচন
  • অসহায় ও দুঃস্থ মানুষের চিকিৎসার জন্যে রেজিস্ট্রার্ড ডাক্তারের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা
  • নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে শিশু ও বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু এবং পাঠাগার স্থাপন করা
  • ভবিষ্যতে ত্রাণ তহবিল গঠন করে প্রাকৃতিক বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য/বৃদ্ধভাতা/ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাভাতা প্রদান করা
  • স্বনির্ভরতা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদান করা
  • জনগণকে আর্সেনিকমুক্ত নিরাপদ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা
  • মাদক বিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা
  • প্রাথমিক  স্বাস্থ্য পরিচর্যা, দুঃস্থ মানুষের পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা দেওয়া এবং সহযোগিতা করা
  • পরিবেশ সংরক্ষণের জন্য জনগণকে উদ্ধুদ্ধকরণ, বৃক্ষরোপণ, রাস্তাঘাট মেরামত, পুকুর সংস্কার আবর্জনা পরিষ্কারসহ নানা কার্যক্রম গ্রহণ করা
  • দুঃস্থ বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের হাতের কাজের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী  হতে সাহায্য করা ও প্রশিক্ষণ সামগ্রীর ব্যবস্থা করা
  • অসহায় দুঃস্থ মানুষের আইনি সহায়তা প্রদান ও মানবাধিকার রক্ষা করা
  • দুর্বল ও বয়স্কদের কল্যাণ সাধন এবং আশ্রয় প্রদান করা
  • কৃষকের জন্য লাগসই প্রযুক্তি নির্ধারণ, প্রশিক্ষণ ও তা বাস্তবায়নে সহায়তা করা
  • সর্বোপরি জনস্বার্থে সময়োপযোগী বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নসহ বিভিন্ন  সমাজকল্যাণ ও শিক্ষামূলক কর্মকান্ড সাধনের জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা

41 +
সর্বমোট সদস্য
66 +
সর্বমোট শেয়ার

কার্যক্রম

১. বনায়ন কর্মসূচি
২. দু:স্থ ও অসহায় মানুষের চিকিৎসা প্রদান এবং পুনর্বাসন করা
৩. কন্যাদায়গ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান
৪. হাঁস-মুরগি, মৎস্য, গবাদী পশু পালন ও কৃষি কার্যক্রমে সহায়তা করা
৫. মৃত নিঃস্ব মানুষের দাফন কাফনের ব্যবস্থা করা
৬. নলকূপ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন কর্মসূচি বাস্তবায়ন করা
৭. জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা
৮. আর্থসামাজিক কার্যক্রম গ্রহণ ও তা বাস্তবায়ন করা
৯. দেশি-বিদেশি দাতা সংস্থার সাথে চুক্তি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা
১০. সংগঠনের নিজস্ব তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান

১. নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে শিশু ও বয়স্ক শিক্ষা পরিচালনা করা
২. পাঠাগার প্রতিষ্ঠা করা
৩. যুগোপযোগী জনশক্তি গড়ে তোলার জন্য বেকার যুবক-যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান
৪. গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
৫. অপসংস্কৃতি রোধে জনমত গঠন
৬. বিভিন্ন খেলাধুলা, আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতাসহ ক্রিকেট ও ফুটবল টিম গঠন
৭. বিভিন্ন সময়ে চিত্ত বিনোদনের জন্য সুস্থ ও সামাজিক সাংস্কৃৃতিক অনুষ্ঠান পরিচালনা করা

১. দক্ষ জনশক্তি গড়ে তুলতে উপযুক্ত প্রশিক্ষণ প্রদান
২. কুঠির শিল্প প্রতিষ্ঠা এবং এর উন্নয়নে সহায়তা করা
৩. কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ

১. অসহায় ও নির্যাতিত মানুষকে আইনগত সহায়তা করা
২. স্বাস্থ্যসেবা প্রদান


মো: ইনামুল হক

মো: ইনামুল হক

সভাপতি

সভাপতির বক্তব্য

"জনকল্যাণে আমরা" স্লোগানে হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন - এইচ ডব্লিউ এ যাত্রা শুরু করেছে। শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতায় ইতিমধ্যে আমরা অনেক দূর এগিয়েছি। আরও সামনে এগিয়ে যেতে চাই। এজন্য অতীতের মতো আন্তরিক সহযোগিতা পাবো বলে আশা রাখি।

এম আইউব আলী

এম আইউব আলী

সাধারণ সম্পাদক

সাধারণ সম্পাদকের বক্তব্য

আলহামদুলিল্লাহ । অনেক দিনের পরিকল্পনা বাস্তবে রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে ভাবনায় ছিল কীভাবে সঞ্চয় করে সাবলম্বী হওয়া যায়, একই সাথে অবদান রাখা যায় জনকল্যাণে। কয়েকজন শিক্ষিত, দায়িত্বশীল ও সমাজের কাছে দায়বদ্ধ মানুষ একমত হয়ে একটি সংগঠন করার বাস্তব কার্যক্রম শুরু করি। তারই ফসল হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন - এইচ ডব্লিউ এ । অতি অল্প সময়ে আমাদের ডেডিকেটেড শেয়ার হোল্ডার ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের বুদ্ধিদীপ্ত চিন্তা ও আন্তরিকতায় অর্জন অনেক । এই অর্জনের ধারাবাহিকতা রক্ষায় সকলকে এভাবে আন্তরিক থাকার অনুরোধ থাকলো। সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি।
বার্ষিক কর্মসূচি


যোগাযোগ ও মতামত

সুজলপুর,জামতলা মোড়, সদর, যশোর।
01713911426
hwabd.info@gmail.com

Questions? Go ahead, ask them:

Powered by Atif Software